গুচ্ছে প্রথম সুমাইয়া, তবু স্বপ্ন ডাক্তার হওয়ার 

স্বপ্ন ছিল মেডিক্যাল কলেজে ভর্তি হবেন, তবে তা না হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষায় প্রথম হয়েছেন খুলনার পাইকগাছার সুমাইয়া বিনতে মাসুদ। গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী ‘এ’ ইউনিটে যৌথভাবে প্রথম হয়েছেন তিনি। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৮৭ দশমিক ৫০ পেয়েছেন সুমাইয়া।

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন সুমাইয়া। ভর্তি হতে চান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 

সুমাইয়া খুলনার পাইকগাছার বিষ্ণুপুর গ্রামের মো. মাসুদুর রহমানের মেয়ে ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আনওয়ারুল হকের নাতনি।

ফলাফল বিষয়ে তিনি বলেন, পরীক্ষায় প্রথম হওয়ার অনুভূতি আসলেই অসাধারণ। যা বলে বোঝানো যাবে না। ফল দেখে আমার বাবা-মা অনেক খুশি হয়েছেন। 

সুমাইয়া আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হলেও আমার স্বপ্ন ডাক্তার হবো। স্বপ্ন পূরণে দ্বিতীয়বার মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নেবো।