সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ

শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে কোনও পরিবহন সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, কিছুদিন আগে কালিগঞ্জ উপজেলার কাউন্টারগুলোতে যশোর থেকে আসা গাড়ির যাত্রী চেকিংয়ের সময় চাঁদা দাবি করেছিলেন কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। সম্প্রতি যশোর থেকে ছেড়ে আসা জয় পরিবহনের একটি গাড়িতেও চাঁদা দাবি করেন তারা। পাশাপাশি শ্যামনগরের কিংফিশার নামে ঢাকাগামী একটি বাস ভাঙচুর করেন ইউনিয়নের শ্রমিকরা। 

এ নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার যশোরে অবস্থিত সাতক্ষীরার পরিবহন কাউন্টারগুলোতে তালা দেন যশোর পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। তারই প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে সাতক্ষীরা বাস-মালিক সমিতি।

সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন বায়রন বলেন, ‘দুই পক্ষের দ্বন্দ্বের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা বৈঠক করছি। আজই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু বলেন, ‘যশোরে সাতক্ষীরার পরিবহন কাউন্টারে তালা লাগিয়ে দিয়েছেন যশোর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। সে কারণে সাতক্ষীরা থেকে পরিবহন বন্ধ করে দিয়েছেন মালিকরা। গত ৫ আগস্ট শ্যামনগরে শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছিল। তখন শ্যামনগরের উচ্ছৃঙ্খল শ্রমিকরা যশোরের গাড়ি শ্যামনগর যেতে নিষেধ করে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যশোরের গাড়ি কালিগঞ্জে এলে আটকে দেন শ্রমিকরা। এসব বিষয় সমাধানের পর বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।’