জমিতেই লুটিয়ে পড়লেন ২ কৃষক, হাসপাতালে নেওয়ার পর জানালেন মৃত

মেহেরপুরের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারি গ্রামে সীমান্তবর্তী মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাঠে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কৃষক হলেন- সদর উপজেলার শোলমারি গ্রামের দোয়াত আলীর ছেলে ছোট খোকন ও আব্দুর সামাদের ছেলে শাহ আলম।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সকালে শোলমারি গ্রামের ভারতীয় সীমান্তবর্তী নুয়ার মাঠে নিজ ধানের জমিতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ছোট খোকন ও শাহ আলম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে নিহতের পরিবারে লোকজন মাঠ থেকে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মোকলেচুর রহমান পলাশ বলেন, বজ্রাঘাতে আক্রান্ত দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে আমরা মৃত অবস্থায় পাই। ধারণা করছি, মাঠেই তাদের মৃত্যু হয়েছে। 

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা জানান, লাশ নিজ গ্রাম শোলমারিতে নিয়ে আসা হয়েছে। রাতেই তাদের দাফন সম্পন্ন করা হবে।