বিয়ের এক মাস পর মাঠে মিললো যুবকের লাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের তিন দিন পর তরিকুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাবিলনগর গ্রামের মাঠের একটি গাছের নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

তরিকুল ইসলাম তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার শাহজাহান আলীর ছেলে। মাসখানেক আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে বিয়ে করেন তিনি। স্বজনদের অভিযোগ, বিয়ের এক মাস পরই তরিকুলের সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে দেন নববধূ। এতে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম এক মাস আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে বিয়ে করেন। বিয়ের পর নববধূকে নিয়ে নিজের বাড়ি ও শ্বশুরবাড়িতে অবস্থানের আনুষ্ঠানিকতা শেষে গত সপ্তাহে আবারও শ্বশুরবাড়ি যান। এ সময় নববধূ তার সঙ্গে আর সংসার করবেন না বলে জানিয়ে দেন। এরপর বাড়ি ফিরে আসেন তরিকুল। গত বুধবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল রাতে তিয়রবিলার মাঠের একটি ছোট বাগানের মধ্যে তরিকুলের গলায় ফাঁস লাগানো লাশ পড়ে থাকতে দেখেন কৃষকরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, বুধবার কোনও এক সময় তরিকুল ওই বাগানে পাটের আঁশ গলায় পেঁচিয়ে তেতুল গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বাগানটিতে লোকজনের তেমন যাতায়াত না থাকায় তিন দিন ধরে কারও চোখে পড়েনি। শুক্রবার মাঠের কৃষকরা লাশ গাছের নিচে পড়ে থাকতে দেখেন। তিন দিনের মধ্যে আঁশ ছিড়ে লাশ নিচে পড়ে যায়। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, তরিকুল আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।