খুলনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

খুলনার আনসার সরদার নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ চার জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬-এর পরিচালক লে কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগরের মো. সিদ্দিক সরদার (৪২), রাজু সরদার (২০), মোছা. জেসমিন বেগম (৩৮) ও মোছা. আঞ্জুয়ারা বেগম (৪০)।

মোহাম্মদ মোসতাক আহমদ বলেন, ‘বৃহস্পতিবার র‌্যাব-৬ খুলনার একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, আনসার সরদার হত্যা মামলার আসামিরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছেন। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার একটি বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই চার আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের পাইকগাছা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, গত ২ জুলাই ভোরে পাইকগাছা থানার কাশিমনগর এলাকার আনসার সরদার (৬৩) ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় ১০-১২ জন লোক পূর্বশত্রুতার জেরে আনসার সরদারের ওপর হামলা চালায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

স্থানীয়রা গুরুতর অবস্থায় আনসার সরদারকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় আনসার সরদারের ছেলে আব্দুর রহিম সরদার পাইকগাছা থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।