সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

সাতক্ষীরার বাইপাস সড়কে প্রাইভেটকারের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (০৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩৭) সদর উপজেলার বকচরা গ্রামের পূর্বপাড়ার লোকমান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন সাইফুল। এ সময় যশোর থেকে আসা বিজিবির প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল নিহত হন। এ ঘটনায় প্রাইভেটকার ও চালক সুজন শেখকে আটক করেছে পুলিশ।’

প্রত্যক্ষদর্শী বকচরা গ্রামের আবুল বাশার জানান, বকচরা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন সাইফুল। এ সময় পেছন থেকে দ্রুতগামীর প্রাইভেটকারটি সাইফুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি সাতক্ষীরা বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের স্ত্রীকে নিয়ে বুড়িগোয়ালিনী ১৭ বিজিবি ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চলাচল বন্ধ করে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সদর থানার ওসি স ম কাইয়ুম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।’  

বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, ‘অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি আমার স্ত্রীকে বহন করেছিল। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’