ঝিনাইদহে ৩ শিক্ষার্থী নিহত: জেলা ছাত্রলীগের সাত নেতা বহিষ্কার

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের জিএস সজিব হােসেনের ওপর হামলার সময় পালাতে গিয়ে তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় জেলা ছাত্রলীগের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম হাসান সনি, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস বদিউজ্জামান আরিফ, সাংগঠনিক রবিউল ইসলাম, কর্মী ফরহাদ-১, ফরহাদ-২, নিয়ন ও মুস্তাকিন। 

রবিবার (৯ অক্টোবর) জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আল-ইমরানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাত জনকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেদ্রীয় কমিটির কাছে সুপারিশও করা হয়েছে।

আরও পড়ুন: ঝিনাইদহে ৩ ছাত্রলীগ কর্মী নিহত: স্বজন ও আহতদের দাবি হত্যা
 
উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাতে সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আহত হন আট জন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে পালানোর সময় সড়কে থেমে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা লেগে কলেজ ছাত্র সংসদের ভিপি সাইদুর রহমান মুরাদ (২৫), ওই কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৩) ও সমরেশ বিশ্বাস (২২) মারা যান। এরপর তাদের মৃত্যু ‘সড়ক দুর্ঘটনায় হয়েছে’ বলে প্রচার করা হয়। তবে মুরাদের স্বজনদের অভিযোগ, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

হামলায় কলেজ ছাত্র সংসদের জিএস সজিব হােসেনসহ আহত হন তিন জন। এ ঘটনায় আহত সাজিবুল ইসলাম গত শনিবার ভেটেরিনারি কলেজের সাবেক ছাত্র ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম হাসান সনিকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নয়ন মিয়া ও সংগ্রাম জোয়ার্দ্দার।