বাগেরহাটে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট, মানুষের ভোগান্তি

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। অনির্দিষ্টকালের জন্য ডাকা এ ধর্মঘটের দ্বিতীয় দিনেও শনিবার (২২ অক্টোবর) সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

পরিবহন মালিক সমিতি জানায়, বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে। 

শনিবার দুপুরে বাগেরহাট বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, বাগেরহাট থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনও বাস ছেড়ে যাচ্ছে না। এমনকি কোনও বাস টার্মিনালে আসছে না। ধর্মঘটের কারণে দুদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।

বাগেরহাট থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনও বাস ছাড়া হয়নি, মানুষের ভোগান্তি

খুলনা থেকে আসা মহিদুল ইসলাম জানান, তিনি খুলনা থেকে অনেক কষ্টে ভেঙে ভেঙে বাগেরহাট পর্যন্ত এসেছেন। এখন মোরেলগঞ্জ কীভাবে যাবেন তার কোনও ব্যবস্থা খুঁজে পাচ্ছেন না। ফলে টার্মিনালে বসে আছেন।

তবে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম বলেছেন, ‘বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন নেতারা। এটি তাদের পরিকল্পিত।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু বলেন, ‘মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাকা হয়েছে। অথচ সমাবেশে বাধা দিতে ধর্মঘট ডাকা হয়েছে বলে মিথ্যাচার করছে বিএনপি। বাগেরহাটে বিএনপির সাংগঠনিক অবস্থা এত ভালো নয় যে, ধর্মঘট দিয়ে তাদের আটকাতে হবে।’