সিত্রাংয়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বাড়িতে ঢুকেছে ১১ ফুট লম্বা অজগর

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাগেরহাটের মোড়েলগঞ্জের বসতবাড়িতে ১১ ফুট লম্বা অজগর সাপ ঢুকে পড়েছে। বিশাল অজগরটি মঙ্গলবার সকালে উপজেলার আমুরবুনিয়া গ্রামের আলামিনের বাড়ি থেকে উদ্ধার করেছে বন বিভাগ। পরে সকাল ১০টায় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, সকালে আলামিনের বাড়িতে সাপটি দেখে লোকজন চিৎকার করে। যা শুনতে পেয়ে আমুরবুনিয়া  ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিতসহ ঘটনাস্থলে যাই। সেখান থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সাপটির ওজন ২০ কেজি। লম্বায় ১১ ফুট। সাপটি ওই বাড়ির খোপে ঢুকে তিনটি মুরগি খেয়েছে। পরে সকাল ১০টায় সুন্দরবনের আমুরবুনিয়া সংরক্ষিত বনাঞ্চলে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, খাবারের সন্ধানে লোকালয়ের বাড়ি ঘরে ঢুকে হাঁস-মুরগি ধরে খেয়ে থাকে অজগর সাপ। হাঁস-মুরগি খাওয়ার লোভ ও ডিম পাহারার জন্য সাপগুলো লোকালয়ে চলে আসছে।

বন বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, গত দুদিন সুন্দরবন উপকূলে স্বাভাবিকের চেয়ে অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে উপকূলবর্তী অনেক বাড়ি-ঘরসহ মাছের ঘের ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিক জলোচ্ছ্বাসে বন্যপ্রাণী লোকালয়ে চলে এসেছে কি না খতিয়ে দেখা ও এলে সেগুলো উদ্ধারে বনকর্মীদের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোর থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে।