চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে হাতিয়েছেন কোটি টাকা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল কালাম (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। বুধবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে তাকে গ্রেফতার করে। তিনি জেলার দামুড়হুদা উপজেলার বড় দুধ পাতিলা গ্রামের আইনাল হকের ছেলে।

র‍্যাব-৬ আজ রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আবুল কালাম নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানের/দফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি প্রায় ৯৫ লাখ টাকা হাতিয়ে নেন। এই কারণে তার বিরুদ্ধে জেলার দামুড়হুদা ও দর্শনা থানায় তিনটি মামলা ও একটি জিডি করেন ভুক্তভোগীরা। মামলায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই প্রতারক বিভিন্ন স্থানে নিজের নাম ঠিকানা এবং পরিচয় পরিবর্তন করে আত্মগোপন করেন। 

এ ঘটনায় র‍্যাব-৬ এর একটি দল আবুল কালামকে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানাধীন আলফা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।