ব্রাজিলের ৩৫০ হাত দীর্ঘ পতাকা নিয়ে সমর্থকদের শোডাউন

কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ব্রাজিলের ৩৫০ হাতের পতাকা নিয়ে শোডাউন করেছেন ভক্ত-সমর্থকরা। শুক্রবার (১৮ নভেম্বর) ব্রাজিল ফ্যান ক্লাব তালা এ আয়োজন করে। সরকারি কলেজ মাঠ থেকে শোডাউন বের হয়। এতে শতশত ভক্ত-সমর্থক অংশ নেন। পরে তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরনো বল ফিল্ডে গিয়ে তা শেষ হয়। এ সময় ব্রাজিলিয়ান সমর্থকরা বাদ্যযন্ত্রের সঙ্গে নেচে-গেয়ে উল্লাস করেন। 

ব্রাজিলের বিশাল পতাকা প্রদর্শনের বিষয়ে সমর্থক মহিব ইসলাম ও অর্ঘ্য ঘোষ জানান, কাতার ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই এ পতাকা তৈরি করা হয়েছে। ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলকে সমর্থন করেন তারা। তাদের বিশ্বাস এবার ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে।

৩৫০ হাতের ব্রাজিলিয়ান পতাকা দেখতে আসা পার্থ প্রতিম মন্ডল বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে ব্রাজিলের পতাকা তৈরি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তালা উপজেলা ৩৫০ হাত দৈর্ঘ্যের পতাকা তৈরি হয়েছে। সবার মধ্যে এ নিয়ে আলোচনায় পতাকাটি দেখতে এসেছি। 

ব্রাজিলের সমর্থক মো. রাজিবুল ইসলাম, সৈকত ও সুমন বাপ্পী জানান, ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকে দীর্ঘ পতাকা তৈরি করা হয়েছে। পাশাপাশি এলাকার যুবকদের মাদক থেকে সরিয়ে আনতে ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করার অংশ হিসেবে দীর্ঘ পতাকা নিয়ে শোডাউন করা হয়। তাদের আশা এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ব্রাজিল দল।

এদিকে জেলার কলারোয়া উপজেলার কেরালকাতি ইউনিয়নের সাতপোতা বাজারে ১১০ হাত ব্রাজিল পতাকা টাঙানো হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।