নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে বশির শেখ (৩৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১১টায় এই ঘটনা ঘটে। শনিবার সকালে উদ্ধার অভিযান শুরু করেছেন কোস্ট গার্ড ও নৌ-পুলিশ।

বশির চিলা ইউনিয়নের জয়মনি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৈয়ব আলি শেখের ছেলে। নদীতে মাছ ধরে ও সুন্দরবনে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করতেন।

চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, রাত ১১টায় পশুর নদীর ধানসিদ্ধ চরে মাছ ধরছিলেন বশির। নৌকার পেছনের দিকে ছিলেন আরেক জেলে সজীব। বশিরের মৃগি রোগ আছে। মাঝে মাঝে রাস্তাঘাটে হঠাৎ পড়ে যেতেন তিনি। গতরাতেও মাছ ধরার সময় হঠাৎ নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তার সহযোগী লাফ দেন। কিন্তু বশিরকে আজ খুঁজে পাননি সজীব। রাতে ৪-৫টি ট্রলার ছিল, কোস্টগার্ডও ছিল। তারা গভীর রাত পর্যন্ত সন্ধান চালিয়েও তাকে পাননি। সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেছেন বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের হাড়বাড়িয়া স্টেশনের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘আমরা এখনও সন্ধান পাইনি। ৪-৫টি বোট কাজ করছে। বশিরের সন্ধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’