‘যশোরের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করেছেন বঙ্গবন্ধুকন্যা’

বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে যশোর সদর আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে কালনা সেতু নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান উন্নয়ন প্রকল্পের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আগামী দিনেও যশোরের মানুষের উন্নয়নে কাজ করবে সরকার-এই প্রত্যাশা রাখছি।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে কোভিড-১৯ মহামারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর থেকে রাজনৈতিক সমাবেশ শুরু করছেন। এজন্য আমরা আনন্দিত, উদ্বেলিত। এটা আমাদের জন্য গর্বের বিষয়। পদ্মা সেতু ও কালনা সেতু যশোরের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দেওয়ায় বঙ্গবন্ধুকন্যাকে ধন্যবাদ জানাচ্ছি।’

যশোরে আওয়ামী লীগের জনসভা যেন জনসমুদ্র

এই রাজনৈতিক সমাবেশের আয়োজক সংসদ সদস্য নাবিল আহমেদ সমাবেশে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিএনপির অপপ্রচারে কান দেবেন না। কারণ, তারা এই এলাকাকে সন্ত্রাসের এলাকা বানিয়েছিল। এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে যশোর উন্নয়নের মডেল।’

যশোরে আওয়ামী লীগের জনসভা

জনসভায় উপস্থিত আছেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, বাহাউদ্দন নাছিম, সংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল মির্জা আজম, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাপা, কেন্দ্রীয় সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, আনিসুর রহমান, মেরিনা জাহান কবিতা, পারভিন জামান কল্পনা।

ইতোমধ্যে বক্তব্য রেখেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মেজর (অব.) নাসির উদ্দিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন- 

প্রধানমন্ত্রীর জনসভাস্থলে ৫ স্তরের নিরাপত্তা বলয়

জনসভাস্থল অভিমুখে সকাল থেকেই লাল সবুজ টুপির মিছিল

প্রধানমন্ত্রীর কাছে যশোরবাসীর প্রাণের দুই দাবি

আওয়ামী লীগে ‘দখিনা হাওয়া’