কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ হাসান নয়নের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

এদিকে, হামলার প্রতিবাদে বিকালে নয়নের অনুসারীরা যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। অবরোধের কারণে চাঁচড়া-মুড়লি সড়কে যানজটের সৃষ্টি হয়।

পৌর কাউন্সিলর শাহেদ হাসান নয়ন বলেন, ‘মাদক কারবারে বাধা দেওয়ায় স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতে হামলা চালাতে যায়। খবর পেয়ে বাড়ির সামনে গেলে সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালায়। এতে আমিসহ আমার সঙ্গে থাকা কয়েক যুবক আহত হন। বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ঘটনার প্রতিবাদে যশোর বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করেন।’

যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, ‘আমাদের শ্রমিক মাসুদ ও কাউন্সিলর নয়নকে সন্ত্রাসীরা মারধর করেছে। এ কারণে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। হামলার ঘটনায় থানায় অভিযোগ দেবো।’

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের আগের বিরোধের জের ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।’