নতুন আলু ২২ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রি

খুলনার বাজারে এক সপ্তাহ ধরে নতুন আলু উঠছে। শুরুতে নতুন আলুর কেজি ১৫০ টাকা ছিল। এক সপ্তাহ পর এখন ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি পুরনো আলু ২৫-২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার (৩০ নভেম্বর) সকালে খুলনার বড় বাজারে ৫০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। বড় বাজারের পাইকারি ব্যবসায়ী মো. আমির হোসেন বলেন, ‘আমরা এখন পাইকারিতে ২০-২২ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করছি। এক সপ্তাহ আগে ৫০ টাকা কেজি দরে বিক্রি করেছিলাম। এক সপ্তাহের ব্যবধানে দাম অনেক কমে গেছে।’

তবে ২০-২২ টাকা কিনলেও ৫০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করছেন বড় বাজারের খুচরা ব্যবসায়ীরা। বাজারের খুচরা ব্যবসায়ী মো. তাজুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগে ১৫০-১৬০ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি করেছি। এখন দাম কমেছে। তাই ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। বাজারে আমদানি বাড়ায় নতুন আলুর দাম কমেছে। তবে পুরনো আলু ২৫-২৮ টাকা কেজি দরে বিক্রি করছি।’

রেলওয়ে কলোনির বাসিন্দা আজিরন বেগম বলেন, ‘বাজারে নতুন আলুর দাম বেশি। ভ্যানে করে আনা আলু ছোট। তাই ভ্যান থেকে ৩৩ টাকা কেজি দরে আলু কিনেছি। বাজারে একই আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

ভ্যানে আলু বিক্রি করছেন হাসেম আলী। তিনি বলেন, ‘আজই নতুন আলু নিয়ে বের হলাম। আলুর সাইজ ছোট। তিন কেজি ১০০ টাকায় বিক্রি করছি। একই আলুর কেজি বাজারে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।’

নগরীর টুটপাড়ার বাসিন্দা আজিম খান বলেন, ‘পুরনো আলুর কেজি ২৫-২৮ টাকা। ছোট সাইজের নতুন আলুর কেজি ৩৩-৩৫ টাকা। তবে একটু বড়টা ৫০-৬০ টাকা কেজি। তারপরও নতুন আলু বেশি দাম দিয়ে কিনেছি।’