চুরি হয়ে গেলো সাফজয়ী মাসুরার বাবার ভ্যানটি

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য মাসুরা পারভীনের বাড়ি থেকে তার বাবার জীবিকার অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় মাসুরার বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শিরোপা জিতে দেশে ফেরার পর বাবা রজব আলীকে ভ্যানটি কিনে দিয়েছিলেন ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা।

বিষয়টি নিশ্চিত করে মাসুরার বাবা রজব আলী বলেন, ‘শুক্রবার রাতে ভ্যানটি বাড়ির উঠানে তালা মেরে রেখেছিলাম। রাতের কোনও একসময় তালা ভেঙে ভ্যানটি নিয়ে যায় চোরেরা।’

তিনি বলেন, ‘ভ্যানে করে সবজি ও ফল বিক্রি করতাম। কয়েক বছর অসুস্থ থাকার পর সম্প্রতি শারীরিক অবস্থা ভালো হলে ৩০ হাজার টাকা দিয়ে ভ্যানটি কিনে দিয়েছিল মাসুরা। পরে আমি আরও ৮-১০ হাজার টাকা খরচ করে ভ্যানটিকে সবজি ও ফল বিক্রির উপযোগী করে তুলি। ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছি। কারণ এটি আমার অবলম্বন ছিল।’

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান বলেন, ‘ভ্যান চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন মাসুরার বাবা রজব আলী। ভ্যানটি উদ্ধারের চেষ্টা করছি আমরা।’