সরকার কমালেও খুলনার বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে এলপিজি

সরকার এলপি গ্যাসের দাম কমালেও খুলনার বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে। দাম না কমায় হতাশ এখানকার মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, মহানগরীসহ খুলনা জেলায় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ১২ কেজি ওজনের ওমেরা ১৪০০, বসুন্ধরা ১৪৫০, ডিএম ১৩৫০ ও লাফস্ ১৩৮০ টাকা দরে বিক্রি হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা মতে, বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মুসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য এক হাজার ২৯৭ থেকে ৬৫ টাকা কমিয়ে এক হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়। বুধবার (৪ জানুয়ারি) থেকে এ দাম কার্যকর করার নির্দেশনা ছিল।

এই বিষয়ে রূপসার কর্মজীবী নারী সালমা আক্তার বলেন, দাম বাড়ানোর পূর্বাভাস পেলেই বিক্রেতারা আগেভাগেই দাম বাড়িয়ে দেন। কিন্তু মূল্য কমানোর ঘোষণা বাস্তবায়ন হয় না।

টুটপাড়া মেইন রোডের মিতু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মিলন শেখ বলেন, কোম্পানি থেকে দাম না কমালে আমাদের কিছু করার থাকে না। তিন দিন ধরে দোকানে ওমেরা গ্যাস নেই। কোম্পানি বলছে, গ্যাস সংকট।

তিনি জানান, কোম্পানি থেকে দাম কমানোর বিষয়ে কিছু জানানো হয়নি। ফলে ১২ কেজির ওমেরা ১৪০০, বসুন্ধরা ১৪৫০, ডিএম ১৩৫০ ও লাফস্ ১৩৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

সোনাডাঙার বাসিন্দা কবির হোসেন বলেন, সরকার একটা মূল্য নির্ধারণ করে দিলো। কিন্তু বাজারে তা বাস্তবায়ন হচ্ছে না। এটা দেখার জন্যও কেউ নেই।

খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির শেখ মো. তোবারেক হোসেন তপু বলেন, পরিবেশকরা সরকারের নির্দেশনা মানছে না।

খুলনার পরিবেশক মেসার্স মাসুম ব্রাদার্সের সৈয়দ আমিনুল ইসলাম পারভেজ বলেন, বিইআরসি কমিয়েছে ৬৫ টাকা।। আর কোম্পানি কমিয়েছে ২০ থেকে ২৫ টাকা। আমাদের কিছু করার নেই। ওমেরা ২৫, যমুনা ২০, সেনা ২৫ ও বসুন্ধরা ২০ টাকা হারে কমিয়েছে।