‘আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না’

বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। ফলে বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে কখনও ক্ষমতাচ্যুত করতে পারবে না। তারা দীর্ঘদিন সহিংসতা চালাচ্ছে। মানুষকে পুড়িয়ে ও কুপিয়ে মেরেছে। খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা না পালানো পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। ২০১৫ সালে ৯০ দিন হরতাল করেও সরকারকে হটাতে পারেনি তারা। বরং মুখে কালি মেখে ঘরে ফিরেছেন খালেদা জিয়া।’ 

রবিবার (০৮ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় সরিষা ক্ষেত পরিদর্শন ও চাষিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। অথচ কিছুই হয়নি। তারেক রহমান চুরি করে লন্ডনে পালিয়ে আছে। ফলে আন্দোলন করে কোনও দিন সফল হবে না বিএনপি।’

ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার তেল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আগে এক বিঘা জমিতে এক থেকে দেড় মণ সরিষা উৎপাদন হতো। এখন বিঘাপ্রতি ছয়-সাত মণ সরিষা উৎপাদন হয়। তাও আবার কম সময়ে। প্রতি বছর ২০-২৫ হাজার কোটি টাকার ভোজ্যতেল আমদানি করতে হয় আমাদের। এখন ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে তেল উৎপাদনের তিন বছর মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে আমদানি কমিয়ে ৪০ ভাগ তেল উৎপাদন করা যাবে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ভোজ্যতেলের সংকট থাকবে না।’