প্রতিপক্ষের হামলায় আ.লীগ কর্মী খুন

মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহত আওয়ামী লীগ কর্মী জায়েদ জোয়াদ্দার সদরের হাজিপুর ইউনিয়নের মসিয়ার জোয়াদ্দারের ছেলে। তিনি হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজাহারুল হক আখরোট বলেন, ‘হাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরজু মোল্লা ও হাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়র্ডের মেম্বার তাহাজ্জদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের জায়েদের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জমিতে সার দেওয়ার সময় প্রতিপক্ষ আরজু মোল্লা ও তাহাজ্জদ মেম্বারের লোকজন জায়েদের উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা জায়েদকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠনো হয়। ঢাকা যাওয়ার পথে রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয়।’

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক এহসানুল হক মাসুম বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে জাহিদ নামে একজন ভর্তি হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জায়েদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশের ময়নাতদন্ত চলছে। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।