ঘরের আড়ায় ঝুলছিল স্কুলছাত্রের মরদেহ 

খুলনার পাইকগাছায় ঘরের আড়ায় গামছা পেঁচানো অবস্থায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

প্রান্ত (১৪) লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। 

লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন জানান, বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার তারিখ নির্ধারণ হয়। সেখানে যাওয়ার জন্য প্রান্ত মা-বাবার কাছে টাকা চাইলে তারা দিতে রাজি হন না। সোমবার সকালে বাড়িতে কেউ ছিল না। পরে প্রতিবেশীরা প্রান্তকে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে জানান। 

জেলা প্রশাসন থেকে অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই প্রান্তর মরদেহ সৎকার করা হয় বলে জানান ইউপি চেয়ারম্যান।