ভাষা শহীদদের প্রতি এমপি কাজী নাবিল আহমেদের শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন শুরু হয়।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ তনিরুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিচার বিভাগের পক্ষে জেলা ও দায়রা জজ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণী খান পলাশ, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস প্রমুখ।

যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা, গণপূর্ত অধিদফতর যশোরের নির্বাহী প্রকৌশলী, যশোর কেন্দ্রীয় কারাগার, জেলা আইনজীবী সমিতি, সদর উপজেলা যুবলীগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা যুব মহিলা লীগ, আওয়ামী তরুণ লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা শ্রমিক লীগ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।