দীপ্তকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় সহযোগীরাই

নড়াইলের হোগলাডাঙ্গার দীপ্ত সাহাকে (২২) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে হত্যায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে যশোর পিবিআই ও নড়াইল পুলিশ। তারা সবাই দীপ্ত সাহার সহযোগী। 

গ্রেফতারকৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন সুমন সরকার (৩০), সজীব কুমার বিশ্বাস (২২), আকাশ রায় (২১) ও সাদ্দাম হোসেন (৩২)। এর মধ্যে সাদ্দামকে গ্রেফতার করেছে নড়াইল পুলিশ। তার কাছ থেকে দীপ্ত সাহার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, ‌‘সুমন সরকার, সজীব কুমার বিশ্বাস, আকাশ রায় ও দীপ্ত সাহা মাদকাসক্ত। তারা একসঙ্গে মাদক সেবন করতো। টাকার প্রয়োজন হওয়ায় দীপ্তকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল সুমন, সজীব ও আকাশ। পরিকল্পনা অনুযায়ী দীপ্তকে ফোনে ঘটনাস্থলে যেতে বলে। দীপ্ত গেলে তাকে গাঁজা বানাতে দেওয়া হয়। দীপ্ত গাঁজা বানাতে ব্যস্ত থাকাকালে আকাশ ও সজীব তার গলায় পেছন থেকে রশি দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর লাশ পাশের পুকুরে ফেলে দেয়।’

রেশমা শারমিন আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে নড়াইলের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে সোপর্দ করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।’

এর আগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) নড়াইল সদরের হোগলাডাঙ্গার হাজরাতলা মহাশ্মশানের পাশের পুকুর থেকে দীপ্ত সাহার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হোগলাডাঙ্গা গ্রামের দীনবন্ধু সাহার ছেলে।