চেতনানাশক স্প্রে করে ডাচ্-বাংলা এজেন্টের টাকা নিয়ে গেলো প্রতারকরা

যশোরের অভয়নগর উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার পাঁচ লাখ টাকা নিয়ে গেছে প্রতারকচক্র। শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার বর্ণী বাজারে অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা শরিফুল ইসলামের মুদি দোকান থেকে ওই টাকা নিয়ে যায় চক্রটি।

এ ঘটনায় অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

শরিফুল ইসলাম জানান, বর্ণী বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংক। ব্যাংকের পাশে মরিয়ম স্টোর নামে তার মুদি দোকান আছে। শনিবার দুপুরে তিনি ব্যাংকে জমা হওয়া টাকা মুদি দোকানে রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান। ওই সময় তার বাবা দোকানে ছিলেন। তখন একটি  প্রাইভেটকারে কয়েকজন তার দোকানের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে একজন মধ্যবয়সী লোক দোকানে গিয়ে তার বাবার কাছে এক হাজার টাকার নোট দেন ভাংতি করার জন্য। তার বাবা নোটটি ভাঙানোর সময় ওই মধ্যবয়সী এবং তার সঙ্গে থাকা এক তরুণ চেতনানাশক স্প্রে করেন। এতে তার বাবা অচেতন হলে তারা ৫ লাখ টাকা নিয়ে সটকে পড়েন।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর বাজারের লোকজন দোকানে ঢুকে তার বাবাকে অচেতন অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

অভয়নগরের উপজেলার শ্রীধরপুর পুলিশ ফাঁড়ির এসআই সামছুর রহমান বলেন, ‘প্রতারকরা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তার বাবাকে অচেতন করে টাকা নিয়ে গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে ওই উদ্যোক্তা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন তিনি। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দেখছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’