খুলনায় কখন কোথায় ঈদের জামাত

খুলনায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে। এই জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। 

প্রধান জামাতের সময় মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য জেলা স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম সংরক্ষিত থাকবে। মুসল্লিদের অজুর পানির ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯টায় টাউন জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর ইকবাল নগর জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ফারাজীপাড়ার বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। 

সোনাডাঙ্গা মডেল থানার হাফিজ নগর এলাকার তিনটি মসজিদে ও খুলনা কালেক্টরেট স্কুল মাঠ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

গোবরচাকা মেহমান জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত হবে। রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

দৌলতপুর বীর প্রাঙ্গণে সকাল ৭টায়, আজু কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, পাবলা সবুজ সংঘে সকাল ৭টায়, দৌলপুরের কৃষি মিউনিকেল ঈদগাহ ময়দানে সকাল ৭টায়, উত্তরপাড়া ঈদগাহে সকাল ৭টায়, উত্তরপাড়ায় সকাল ৭টায়, মোল্লাপাড়া ঈদগাহে সকাল ৭টায়, দক্ষিণপাড়া ঈদগাহে সকাল ৮টায়, মুহসিন স্কুল ঈদগাহে সকাল ৮টায় ও রেলিগেট জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত হবে। 

এ ছাড়া সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদ ও ঈদগাহে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করেছে।