বাড়ির পাশের ভিটায় পড়ে ‍ছিল যুবকের গলাকাটা লাশ

খুলনা পাইকগাছায় অনুপ মণ্ডল (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

রবিবার (২৫ জুন) রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অনুপ ফুলবাড়ি গ্রামের অনুকূল মণ্ডলের ছেলে।

পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যায় বাইরে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি অনুপ। খোঁজাখুঁজির পর ভোরে বাড়ির পাশের পরিত্যক্ত ভিটায় তার লাশ দেখা যায়। ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।  

ওসি আরও বলেন, হত্যার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশের সুরতহাল শেষে সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের মোটিফ খুব শিগগিরই উন্মোচন হবে।