নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের সম্ভাবনা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধানের আলোকে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নেই। বিদেশিরাই বলেছেন, তাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। তাদের দেশেও সংবিধানের আলোকে নির্বাচন হয়। ফলে বাংলাদেশের সংবিধানে যে পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে, সেভাবেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।’

রবিবার (২৭ আগস্ট) বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের কোনও সম্ভাবনা নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এবং প্রশাসনের প্রত্যেকটি স্থানে সুশৃঙ্খল পরিবেশ তৈরি করেছি। রাইট ম্যান-রাইট প্লেস অনুসরণ করে প্রশাসনে পোস্টিং এবং পদোন্নতি দেওয়া হচ্ছে। এ কারণে প্রশাসন আজ গণমুখী প্রশাসন। যোগ্যতা ও দক্ষতায় তাদের পদায়ন করা হচ্ছে। গত সাড়ে ১৪ বছরে প্রশাসন অনেক বেশি জনবান্ধব হয়েছে। জনগণকে স্বস্তি দিয়েছে। তাই নির্বাচন ঘিরে প্রশাসনে বড় ধরনের রদবদল হবে না।’