দুপুরে দেশে ফিরেছেন বিকালে সংঘর্ষে নিহত 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে দুই পক্ষের মারামারিতে বিল্লাল হোসেন (৪৫) নামের একজন নিহত হয়েছেন। রবিবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে তিনি মারা যান।

বিল্লাল হোসেন ভাটই আদর্শপাড়ার নুর ইসলামের ছেলে। সে ভারতের ব্যাঙ্গালুরুতে মুদি ব্যবসা করতেন। রবিবার বেলা ১২টার দিকে তিনি দেশে ফিরেছেন।

বিল্লাল হোসেনের ছেলে জিহাদ জানান, রবিবার দুপুরে ঝিনাইদহ শহরে তাদের প্রতিবেশী শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে তার ফুপাতো ভাই সাগরের বন্ধুরা। এ নিয়ে ওই দিন বিকেলে শাকিল গ্রামে ফিরে পরিবারকে জানালে জিহাদের পরিবারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জেরে রবিবার বিকালে উভয়পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়।

তিনি জানান, এতে আহত হন জিহাদের বাবা বিল্লাল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে ফরিদপুরে গিয়ে মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ বেলায়েত হোসেন বলেন, প্রতিবেশীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে মারামারি হয়। বিল্লাল হোসেনের মৃত্যু আঘাতজনিত নাকি হার্ট অ্যাটাক তা ময়নাতদন্তের পর জানা যাবে।