কোমরের বেল্টের ভেতরে ছিল সাড়ে চার কেজি সোনা

যশোরের ঝিকরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে চার কেজি ছয়শ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে। এ সময় শাহিন আলম (৩৩) ও মাসুম বিল্লাহ (৩২) নামে দুই সোনা চোরাকারবারিকে আটক করেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-ছুটিপুর সড়কের কায়েমকোলা বাজার থেকে ওই পরিমাণ সোনা উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটককৃত শাহিন আলম যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বক্করের ছেলে। মাসুম বিল্লাহের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে। তার বাবার নাম শাহাজাহান আলী।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, পুলিশের কাছে খবর ছিল সোনা চোরাকারবারি একটি সংঘবদ্ধ দল সোনার একটি চালান ভারতে পাচার করবে। এই খবরের ভিত্তিতে পুলিশ কায়েমকোলা এলাকায় ওত পেতে থাকে। সন্ধ্যায় একটি মোটরসাইকেলে দুই জনকে যেতে দেখে পুলিশ তাদের থামিয়ে শরীরে তল্লাশি চালায়। এ সময় মাসুম বিল্লাহের কোমরে থাকা বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি জানান, এক কেজি ওজনের চারটি ও একশ গ্রামের ছয়টি বার মোট চার কেজি ছয়শ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

এ পুলিশ কর্মকর্তা জানান, আটককৃত শাহিন ও মাসুমকে ঝিকরগাছা থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।