জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

সরকারবিরোধী গোপন বৈঠক থেকে মেহেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে শহরের খন্দকারপাড়াতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও বন্দর গ্রামের তিলক শেখের ছেলে মো. আব্দুল জব্বার, রাধাকান্তপুর গ্রামের শিহাব উদ্দীনের ছেলে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফ ওরফে মুকুল ও মেহেরপুর শহরের মন্ডলপাড়ার মিজানুর রহমানের ছেলে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইকবাল হোসেন ।

গোপন বৈঠকের সময় তাদের গ্রেফতার করা হয়। বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন নেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সদর থানায় করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শহরের খন্দকারপাড়ায় সরকারবিরোধী গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।’

জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান বলেন, ‘শহরে একটি দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে তাদের তিন জনকে গ্রেফতার করা হয়েছে।’ অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন তিনি।