খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২২ অক্টোবর) রাতে তিনি মারা গেছেন। মৃত রোগীর নাম মনোয়ারা বেগম (৬০)। তিনি খুলনা মহানগরীর সোনাডাঙার বাসিন্দা।

খুমেক হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় মোট ছাড়পত্রপ্রাপ্ত নিয়েছেন ১৪ জন। এ সময়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন ২২৯ জন ডেঙ্গু রোগী। ২০২৩ সালের এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৬৩২ জন। মারা গেছেন ২৬ জন।

খুলনার সিভিল সার্জন ডা. সবিজুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ১৬ জন ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে অবস্থান করছেন ৪৪ জন রোগী।