শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সাকিব

মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের বেগের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে শিখর বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) যাকে নৌকা প্রতীক দেবেন আমরা তার জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বো।’

সাকিব বলেন, ‘আমি আর শিখর ভাই মিলে সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে নাম্বার ওয়ান বানাতে চাই।’

এ সময় তাদের সঙ্গে মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ.ফ.ম. আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহসভাপতি আবু নাসির বাবলুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।