খুলনায় সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৫৫০০ পিস ইয়াবাসহ তিন জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো শরীয়তপুরের শেখ সিরাজুল ইসলাম আকাশ (১৯), বাগেরহাটের নয়ন গাজী ইমরান (২০) ও পিরোজপুরের মো. মাহমুদ রিজভী (২৩)। তারা কক্সবাজার থেকে বাসযোগে এই মাদক খুলনায় এনেছিল।

র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৩ ডিসেম্বের) র‌্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রূপসা থানাধীন পূর্ব রূপসাঘাট এলাকায় তাছির নিউজ প্লেস, সংবাদপত্র এজেন্ট দোকানের সামনে ইটের রাস্তার ওপর কতিপয় ব্যক্তি বাসে করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে খুলনার উদ্দেশে আসছে।

জব্দকৃত মালামাল

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দলটি বুধবার বিকালে পূর্ব রূপসাঘাট এলাকায় তাছির নিউজ প্লেস, সংবাদপত্র এজেন্ট দোকানের সামনে ইটের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় শরীয়তপুরের শেখ সিরাজুল ইসলাম আকাশ, বাগেরহাটের নয়ন গাজী ইমরান ও পিরোজপুরের মো. মাহমুদ রিজভীকে পাঁচ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন, দুটি রুপার আংটি, একটি রুপার ব্রেসলেট এবং নগদ চার হাজার৫০ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তী সময়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।