মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

চুয়াডাঙ্গায় কোনোভাবেই কমছে না শীতের দাপট। গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই তাপমাত্রা নিচের দিকে নামছে। জেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২২ জানুয়ারি) থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) তাপমাত্রা আরও কমে এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে ঘন কুয়াশা না থাকলেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। তীব্র শীতের কারণে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগের পাশাপাশি হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে হাসপাতালে ভিড় করছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবার কমে আসবে। রাতে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।