প্রেম করে বিয়ের এক বছর পর ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

ঝিনাইদহ সদরে নীলা খাতুন নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় স্বামী মো. রানা হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে সদরের পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নীলা খাতুন (২২) একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। রানা পেশায় রাজমিস্ত্রি। তিনি শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল হোসেনের ছেলে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক গড়ে এক বছর আগে নীলাকে গোপনে বিয়ে করেন রানা। এরপর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন। মাঝেমধ্যে রানা অন্যত্র গিয়ে থাকতেন এবং নেশা করতেন। এ নিয়ে নীলার সঙ্গে ঝগড়া হতো। সর্বশেষ রবিবার রাতেও বাড়ির বাইরে ছিলেন। দুপুরে বাসায় ফিরলে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রানা। স্বজনরা বিষয়টি দেখে নীলাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন বলেন, ‘নীলার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন বলেন, ‘হত্যাকাণ্ডের পরই স্বামী রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করেছে পুলিশ।’