সাভারে ইয়াবাসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপনকে গ্রেফতার করতে না পারলেও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ মে) বিকালে খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। আটক আব্দুল হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা যুবলীগ নেতাকে পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে বেশকিছু ইয়াবা উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সাভার পৌর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপন। পরে পৌর এলাকা থেকে চলে এসে খনিজনগর এলাকায় যুবলীগ নেতার ছত্রছায়ায় তার মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এ ছাড়াও ওই যুবলীগ নেতা কিছুদিন আগে ঝুট ব্যবসা দখলের জন্য গুলি ছুড়ে। এমনকি অবৈধ অস্ত্র নিয়ে মহড়াও দিতে দেখা গেছে তাকে। ২০১৫ সালে অস্ত্রসহ এই যুবলীগ নেতা র্যাবের হাতে গ্রেফতার হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, ‘স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বপনের স্ত্রী ও যুবলীগ নেতা হামিদকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হবে।’
এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজান বলেন, ‘মাদকসহ গ্রেফতার সরাসরি রাষ্ট্রবিরোধী কাজ। বিষয়টি বিস্তারিত খোঁজখবর নিয়ে তার (আব্দুল হামিদ) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’