ঘুরতে গিয়ে পথ হারিয়ে ৯৯৯ নম্বরে ফোন, ৩১ পর্যটক উদ্ধার

সুন্দরবনের করমজলে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলা ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে করমজল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে দুপুর থেকে পথ হারিয়ে তিন ঘণ্টা ধরে সুন্দরবনের অভ্যন্তরে ঘুরেছেন ওসব পর্যটক। তারা চিতলমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

পুলিশ জানায়, সোমবার সকাল ১০টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ঘুরতে যান এসব পর্যটক। এরপর করমজল পর্যটন কেন্দ্রের গণ্ডি পেরিয়ে বনের গহীনের পথ ধরে চলতে থাকেন। চলতে চলতে দুই কিলোমিটার ভেতরে গিয়ে দিক হারিয়ে ফেলেন। বিকাল ৩টার দিকে ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘বনে ঢোকার পরই ওসব পর্যটক পথ হারিয়ে ফেলে। এর মধ্যে ফেরদৌস নামের এক শিক্ষার্থী মোবাইল থেকে ৯৯৯ নম্বরে ফোন দেয়। সেখান থেকে তারা সরাসরি মোংলা থানায় কথা বলিয়ে দেয়। পরে প্রযুক্তির সহায়তায় বিকাল ৫টার দিকে তাদের উদ্ধার করা হয়। সন্ধ্যায় তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

উদ্ধার শিক্ষার্থী মো. ফেরদৌস বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি যে পথ হারিয়ে ফেলেছি। দুই ঘণ্টা পর বুঝলাম আমরা পথ হারিয়েছি। তারপরও এক ঘণ্টা পথ খুঁজেছি। কোনও উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করি। ফোন করার পর মোংলা থানা পুলিশ আমাদের উদ্ধার করে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।’