নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ

বিশ্ব পানি দিবসে সাতক্ষীরার সুন্দরবন উপকূলের নারীরা নিরাপদ পানির দাবিতে নদীতে খালি কলস ভাসিয়ে দিয়ে প্রতিবাদ করেছেন শত শত নারী, পুরুষ ও শিশুরা। মুন্সিগঞ্জ টু হরিনগর সড়কে খালি কলস উল্টে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

সমগ্র আয়োজনে সভাপতিত্ব করেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। শুক্রবার (২২ মার্চ) সকাল ৭টা থেকে দিনব্যাপী এই পানি দিবসের আয়োজন করে সুশীলন।

সারা দেশে বিভিন্ন কর্মসূচির সঙ্গে সাতক্ষীরার সুন্দরবনের মালঞ্চ নদী উপকূলে কলস ধর্মঘটের সমর্থনে কলসবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পানি দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়াদ্দার, সিদ্ধার্থ মণ্ডল, ইউপি সদস্য হরিদাস হালদার, সংরক্ষিত মহিলা সদস্য পলাশী রানি সরকার, আঞ্জুমান আরা, শংকরী রানি সরকার, নমিতা রানি প্রমুখ।