খুলনায় কখন কোথায় ঈদের জামাত

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। ইতোমধ্যে সার্কিট হাউজ ময়দানে সামিয়ানা টানানো ও রোলার দিয়ে মাঠ সমান করার কাজ সম্পন্ন হয়েছে।

পাশাপাশি খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদে সকাল সোয়া ৮টায় এবং সোয়া ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল ৮টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গোবরচাকা মেহমান জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, গোবরচাকা মধ্যপাড়া জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইকবাল নগর জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ফারাজীপাড়ার বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় প্রথম ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। 

খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। নিউমার্কেট চালপট্টি বাজার সংলগ্ন মসজিদে সকাল সাড়ে ৬টায় জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মসজিদ মিশন কমপ্লেক্স ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
 
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মাঠে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।