প্রথমবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে হচ্ছে ঈদের দুটি জামাত

দেশে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রথমবারের মতো যশোর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের দুটি জামাত। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইয়াসিন আলম। একই স্থানে সকাল ৯টায় আরও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জজ কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইলিয়াস।

যশোর পৌরসভার ব্যবস্থাপনায় ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একসঙ্গে ১৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ।

জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘ঈদ উপলক্ষে যশোর শহরকে বর্ণাঢ্য রূপে সাজানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া জেলার প্রধান ঈদ জামাতের জন্য যশোর ঈদগাহ ময়দানে প্যান্ডেল তৈরির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে সরকারি মডেল মসজিদ ও কালেক্টরেট মসজিদকে ঈদ জামাতের জন্য বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।’

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, জেলার আট উপজেলার ৮২টি স্থানে এবারের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।