মোংলা উপজেলা নির্বাচন

ভোট পড়েছে ৪৫ শতাংশ, চলছে গণনা

শেষ হয়েছে বাগেরহাটের মোংলা উপজেলার ভোটগ্রহণ। রবিবার (৯ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোট। এখন চলছে গণনা। 

উপজেলায় মোট ৪৫ শতাংশ ভোট পড়েছ বলে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। তিনি বলেন, ভোটের চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।

উপজেলার নির্বাচন ঘিরে নিরাপত্তা বাহিনীর তৎপরতা ছিল উল্লেখযোগ্য। এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার এক লাখ ২০ হাজার ৪৬৫ জন। এর মধ্যে উপজেলার ৪৮ কেন্দ্রে ভোট পড়েছে ৪৫ শতাংশ।