বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

বাগেরহাটের ফকিরহাটে এক‌ বাসের সঙ্গে অপর এক‌টি যা‌ত্রীবাহী বা‌সের সংঘর্ষে ভারতীয় এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৭ যাত্রী। শনিবার (১৩ জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী (৪৩) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে জানা গে‌ছে। বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু।

তিনি জানান, শনিবার সকালে সা‌রো‌দিয়া রা‌জিব নামের একটি যাত্রীবাহী বাস ধীরগ‌তি‌তে যা‌চ্ছিল। এ সময়ে বিপরীত থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামী দোলা নামের আরেকটি বাস সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে রাজিব বাসের ৮ যাত্রী আহত হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী মারা যান।

দোলা ও সা‌রো‌দিয়া রা‌জিব প‌রিবহ‌নের সুপারভাইজাররা জানান, ঘটনার সময় ওই যাত্রীর মাথা বা‌সের বাইরে ছিল। নিহতের প‌রিবা‌রের বরাতে তারা আরও জানান, শ্রীধর গাঙ্গুলী ভাগনির বি‌য়েতে বাংলা‌দে‌শে আস‌ছি‌লেন।

দোলা পরিবহনের চালক আবুল হাশেম জানান, হঠাৎ করে পাশের রাস্তা দিয়ে একটি অটোরিকশা মহাসড়কে উঠে পড়ে। ওই অটোরিকশাকে বাঁচাতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা।