এ সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে: আনু মুহম্মদ

সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আনু মুহম্মদবর্তমান সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। শুক্রবার বিকালে নগরীর পালবাড়ী ভাস্কর্য মোড়ে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ মন্তব্য করেন।
সংক্ষিপ্ত সভায় অধ্যাপক বলেন, সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করছে। সে কারণে সুন্দরবনকে রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব ও কর্তব্য। সরকার যদি জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিপর্যস্ত করতে চায়, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করতে চায়, তাহলে এ সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাড়া উপায় নেই।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ, কোনও লুটেরা নয়। গত পাঁচ বছর ধরে সুন্দরবন রক্ষার্থে সরকারকে তথ্য, তত্ত্ব, বৈজ্ঞানিক উপাত্ত দেওয়া হচ্ছে। এই সরকার যদি জনগণের সরকার হতো, তবে অনেক আগেই সুন্দরবন বিধ্বংসী প্রকল্প বাতিল করতো।
যশোর টাউন হল ময়দানে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সভা করার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আনু মুহম্মদ বলেন, আমরা জনযাত্রা করতে পারবো না, জনগণের কথা বলতে পারবো না, এটি কি স্বাধীন বাংলাদেশ, না পাকিস্তান? সরকার যদি জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে দেশের ভবিষ্যৎ বিপন্ন করে, তবে নিশ্চয়ই আমরা তাদের বিরুদ্ধেই কথা বলবো।

সরকারকে আলোচনার আহ্বান জানিয়ে সংগঠনটির এই সদস্য সচিব আরও বলেন, সরকারের যদি নৈতিকতা ও যুক্তি থাকে, তবে প্রকাশ্যে আমাদের সঙ্গে আলোচনায় আসুক। ভয়ভীতি দেখিয়ে, জনযাত্রায় বাধা দিয়ে অন্দোলন থামানো যাবে না।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির যশোর শাখার সদস্য সচিব মাহমুদ হাসান বুলু।

সভা শেষ হলেই চাঁচড়া হয়ে জনযাত্রার বহরটি বাইপাস রোড দিয়ে শহরে প্রবেশ করে। বহরের লোকজন জেলা ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট লীগ, উদীচী এবং ভোলা ট্যাংক রোডস্থ স্কুলে রাত যাপন করবেন। শনিবার সকালে খুলনার উদ্দেশে রওনা হবেন বলে আয়োজকরা জানান।

তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির যশোর আগমন উপলক্ষে দুপুর থেকেই শহরের পালবাড়ী, চাঁচড়া মোড়, খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

/এইচকে/এএইচ/