বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের নির্দেশে এবার দেশের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিএনপি নেতাকর্মীরা। ফলে শারদীয় দুর্গাপূজা উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।’ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘উৎসবের মধ্য দিয়ে এবার পাঁচ দিনব্যাপী হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। মাগুরায় এবার ছয় শতাধিক মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। এখানে হিন্দু-মুসলামন একসঙ্গে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। তবে দেশের বেশ কয়েকটি স্থানে কিছু দুষ্কৃতকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ইস্যু তৈরি করতে চেয়েছিল। এটা বিগত সরকারের সময়েও আমরা দেখেছি। তাদের সেসব ষড়যন্ত্র এবার কোনও কাজে আসেনি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘এখনও কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। পরাজিত শক্তি ষড়যন্ত্র করে দেশকে পেছনের দিকে নিতে যেতে চায়। সেজন্য কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে তাদের ষড়যন্ত্র কোনও কাজে আসবে না।’