গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ পানিতে, প্রাণ গেলো দুই যুবকের

যশোরের অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জিহাদ হোসেন (২৪) এবং আলী মল্লিক (৩০) নামে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পায়রা গ্রামের পায়রা-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আলী মল্লিক যশোরের অভয়নগর উপজেলার কোটা গ্রামের আব্দুর রশিদ মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে অভয়নগর উপজেলার কোটা গ্রাম থেকে পায়রা-জামিরা সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে জিহাদ এবং আলী মল্লিক খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন জিহাদ হোসেন। পৌনে দুইটার দিকে দ্রুতগতির মোটরসাইকেলটি পায়রা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শিরীষ গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জলাশয় থেকে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। খুলনায় নেওয়ার সময় বিকেল ৩টার দিকে খুলনার ফুলতলা উপজেলায় পৌঁছালে আলী মল্লিক মারা যান। বিকেল সাড়ে ৩টার দিকে খুলনায় পৌঁছালে মারা যান জিহাদ হোসেন।

অভয়নগর উপজেলার ভবদহ পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) শিবপদ দে বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জলাশয়ে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’