কুষ্টিয়ার মিরপুরে ছয় বছর বয়সী দুই মেয়েশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
রবিবার (৬ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে মিরপুর পৌরসভার নওয়াপাড়া ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মো. ছবির উদ্দিন (৪৫)। তিনি মিরপুর পৌরসভার নওয়াপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বেলা পৌনে ১১টার দিকে দুই শিশু স্থানীয় খালের পাশে খেলা করছিল। এ সময় অভিযুক্ত ছবির উদ্দিন ওই দুই শিশুকে ঝোপের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে ধরার জন্য ধাওয়া করলে মিরপুর পৌরসভার সামনে থেকে তাকে আটক করা হয়। পরে অভিযুক্তকে পিটিয়ে স্থানীয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ‘রবিবার বেলা পৌনে ১১টার দিকে দুই শিশু খেলা করছিল। এ সময় অভিযুক্ত ছবির উদ্দিন ওই দুই শিশুকে ঝোপের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে ধরার জন্য ধাওয়া করলে মিরপুর পৌরসভার সামনে থেকে তাকে আটক করে পিটুনি দেয়। পরে তাকে আহত অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’