সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১৩৮ গ্রাম ১০০ মিলিগ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে এই বার উদ্ধার করা হয়। তবে এ সময় বিজিবি কোনও চোরাচালানিকে আটক করতে পারেনি। উদ্ধার স্বর্ণের বারের মূল্য ২০ লাখ ৪২ হাজার ৯১৩ টাকা।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল আশরাফুল হক প্রেরিত বার্তায় সাংবাদিকদের জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার আমিরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল ভোরে সদর উপজেলার আবাদেরহাট এলাকায় কৌশলে অবস্থান নেয়।
এ সময় ভোর ৫টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড়াতে বললে তার হাতে থাকা একটি ছোট ব্যাগ ফেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
৩৩ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আশরাফুল হক আরও জানান, এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের পূর্বক স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।