শহরের দোকানপাট বন্ধ রেখে বাগেরহাটে বাণিজ্য মেলার বিরুদ্ধে প্রতিবাদ

বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১৪ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বাগেরহাট শহরের সকল দোকানপাট বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য মেলা বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। এদিন দুপুরে বাগেরহাট শহরের বিসমিল্লাহ মার্কেটসংলগ্ন এলাকায় ব্যবসায়ী নেতারা জড়ো হয়ে এসব কথা বলেন।

তারা বলেন, ‘কোনোভাবেই বাণিজ্য মেলা করতে দেওয়া হবে না। এই বাণিজ্য মেলার নামে জুয়া ও অশ্লীলতা বাগেরহাটবাসী মেনে নেবে না।’ বাগেরহাটে বাণিজ্য মেলা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতির ব্যাপক অবনতি হয় বলে ব্যবসায়িক নেতারা জানান।

এর আগে গত কয়েকদিনে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেন।