নাট্যশিল্পী প্রশান্ত হালদারের গ্রামের বাড়িতে আগুন, থানায় অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে লেখক ও নাট্যশিল্পী প্রশান্ত কুমার হালদারের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। শনিবার (২৪ মে) বিকালে কালীগঞ্জ থানায় এ অভিযোগ দেন প্রশান্ত হালদার। ওই দিনই ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে তার বাড়িতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এতে বাড়ির প্রাচীরের মধ্যে থাকা খড়ের পালা, জ্বালানির স্তূপ ও গোয়ালঘর পুড়ে গেছে। পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আতঙ্ক সৃষ্টি করতেই তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রঘুনাথপুরের নাটাবাড়িয়া গ্রামের হালদার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ও কালীগঞ্জ থানার পরিদর্শক মোফাজ্জেল হোসেন।

প্রশান্ত হালদারের বাবা বাড়ির মালিক নির্মল হালদার বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা এসে বাড়ির মূল ভবনের পেছনে আগুন দেয়। তখন বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। প্রতিবেশীদের চিৎকারে ঘুম থেকে উঠে দেখি আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রশান্ত হালদার লিখিত অভিযোগে জানান, ইতিপূর্বে অজ্ঞাতনামা কে বা কারা রাতের বেলায় আমাদের রান্নাঘরে জানালায় তিন-চারবার মানুষের মল মাখিয়ে রেখে যায়। এ ছাড়া একাধিকবার আমাদের টিনের ঘরের চালে ও দোতলা ঘর লক্ষ্য করে ইট ও ঢিল ছোড়ে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয়ভাবে আলোচনা করি। এমতাবস্থায় আমাদের সন্দেহ হয় যে অজ্ঞাতনামা ব্যক্তি কে বা কারা ২২ মে রাতে আনুমানিক ১১টা ৩০ মিনিট হতে রাত ১টায় মধ্যে অসৎ উদ্দেশ্যে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে।

প্রশান্ত হালদার ঢাকার নাট্যদল অনুস্বর এর প্রতিষ্ঠাতাদের একজন। প্রায় চার দশক ধরে তিনি নাট্যচর্চায় যুক্ত আছেন। নাট্যকার ও অভিনেতা হিসেবেও তার পরিচিতি আছে। 

প্রশান্ত হালদার জানান, তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকাতে থাকেন। বাড়িতে মা-বাবা ও তার ছোট ভাই পরিবারসহ থাকেন। বৃহস্পতিবার মধ্যরাতে আগুনের ঘটনায় তিনি শনিবার বাড়িতে আসেন। ওই দিনই থানায় অভিযোগ দেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেদারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া বলেন, শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। আইনি সহযোগিতা করার জন্য মামলার করার কথা বলেছি। কিন্তু প্রশান্ত হালদার কাউকে সন্দেহ করছেন না বলে মামলা করতে চান না। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।