খুলনায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

বাস চাপা

খুলনার ফুলবাড়ীগেট মাইলপোস্ট এলাকায় শুক্রবার খুলনা-যশোর মহাসড়ক পার হওয়ার সময় রূপসা পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। তার নাম তৌকির। সে স্থানীয়  আল হিরা প্রি-ক্যাডেট মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির  ছাত্র।

ঘটনার পর এলাকাবাসী দেড় ঘণ্টার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (শিল্পাঞ্চল) মো. কামরুজ্জামান জানান, শুক্রবার বেলা পৌনে ১১ টার দিকে তৌকির ক্রিকেট খেলা শেষে রাস্তা পার হচ্ছিল। এসময় যশোরগামী রূপসা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-৫৫৩৬) তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তৌকিরের মৃত্যু হয়। ঘাতক বাসটি শিরোমনি এলাকা থেকে পুলিশ আটক করে। তবে, ড্রাইভার ও হেলাপার পালিয়ে গেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে ড্রাইভারকে আটক এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বেলা সোয়া ১২টার দিকে অবরোধ প্রত্যাহার কের নেয় এলাকাবাসী। দৌলতপুরের সেনপাড়া এলাকার মো. খোকনের ছেলে তৌকির।

 

/এসটি/