বাগেরহাটে জমি বরাদ্দের দাবি দলিল লেখকদের

বাগেরহাটে সাব-রেজিস্ট্রি অফিসের জমি বরাদ্দ ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন দলিল লেখক সমিতি ও নকল নবিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা।

রবিবার সকালে বাগেরহাট সাব-রেজিস্ট্রার অফিসের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে একটি পরিত্যক্ত ভবনে দলিল লেখক ও নকল নবিশরা কাজ করে যাচ্ছেন। যে কোনও সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া জরাজীর্ণ এ ভবনের ছাদ থেকে পানি পড়ে গুরুত্বপূর্ণ দলিলপত্র নষ্ট হচ্ছে। তাই তাদের জন্য সাব-রেজিস্ট্রি অফিসের জমি বরাদ্দ দিয়ে সেখানে নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শাহজাহান মিনা, বাগেরহাট লেখক সমিতির সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ, নকল নবিশ সমিতির সমিতির সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক বিদার আলী, মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন প্রমুখ।

/এসএনএইচ/টিএন/